আব্বাস হোসাইন আফতাব: শীতের তীব্রতা বাড়তেই রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে নেমে আসে বাড়তি কষ্ট। কনকনে ঠান্ডায় অনেকেই যখন রাত কাটান কম্বলের অভাবে, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
উপজেলার হোছনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলোর চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি। কেউ বলেন, “এই শীতে কম্বলটাই আমাদের সবচেয়ে বড় সহায়।” প্রশাসনের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা জানান ইউএনও ও উপজেলা প্রশাসনের প্রতি।
এ সময় ইউএনও নাজমুল হাসান বলেন, শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্ট না পায়,সে লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, শুধু সরকার নয়,সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এই সময়ে শীতার্তদের পাশে এগিয়ে আসা। সম্মিলিত উদ্যোগেই শীতের কষ্ট লাঘব করা সম্ভব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক সহায়তা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। শীতের রাতে উষ্ণতার এই ছোট্ট উদ্যোগই হয়ে উঠছে অনেক মানুষের জন্য বড় আশ্বাস। 