1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গুনিয়ার শহীদ জিয়ানগর স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি-প্রিন্টার উদ্ধার, চোর গ্রেফতার ‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য’ বই প্রকাশিত রাঙ্গুনিয়া আইনজীবী পরিষদের সভাপতি মইনুদ্দিন, সম্পাদক খাইরুদ্দিন মায়ের ডাক আর শোনেনি ছোট্ট জামী নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে এলডিপি: মে. নুরুল আলম রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা উদ্বোধন রাঙ্গুনিয়ায় এক যুগেও সংস্কার হয়নি হাজী আলী বক্স সড়ক ৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি-প্রিন্টার উদ্ধার, চোর গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের জানালার গ্রীল কেটে চুরি হওয়া একটি এলইডি টিভি ও প্রিন্টার পুলিশ বিশেষ অভিযানে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত এক চোরকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি গ্রামে। পুলিশ জানায়, সে এর আগেও একাধিকবার চুরির মামলায় গ্রেফতার হয়েছিল এবং জেল থেকে বেরিয়েই আবার একই কাজে লিপ্ত হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সকালে অফিসে গিয়ে প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা দেখতে পান, অফিসের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা এবং প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষ তছনছ করা হয়েছে। কক্ষ থেকে একটি এইচপি কোম্পানির প্রিন্টার মেশিন ও একটি এলইডি টিভি চুরি হয়।

এ ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি জিডি করেন। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘরের শৌচাগারের সানশেড উপর পর্দা দিয়ে ঢেকে রাখা অবস্থায় চোরাই মালামাল উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, “উদ্ধারকৃত মালামাল মামলার বর্ণিত চুরি হওয়া আলামতের সঙ্গে মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট